সেরা বোলার হতে কি লাগে বেশি উইকেট, গতি, আগ্রাসন নাকি দুর্দান্ত অ্যাভারেজ? বিবেচনায় আসতে সবকয়টিই। কোনো ক্ষেত্রে আবার দুয়েকটি কম। কিন্তু সেরা হতে হলে তো সেরাটাই দিতে হবে। ক্রিকেট ইতিহাসে কে পেয়েছেন ‘সর্বকালের সেরা বোলারের’ তকমা। এখন অবধি নির্দিষ্ট কেউ নন, তবে প্রায়ই ওঠে সেরাদের সেরা খোঁজার প্রশ্ন।
এই তালিকায় সম্ভাব্যদের নিয়েই এই আয়োজন। যারা চোখে চোখ রেখে প্রতিপক্ষকে পড়ে ফেলতেন। গতি বা স্পিনে ভড়কে দিতেন। দলকে সাফল্য এনে দিয়ে মাততেন উল্লাসে।
মুত্তিয়া মুরালিধরন: একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ডটি এই লঙ্কানের দখলে। সাদা বলের ক্রিকেটে তার সময়ে সেরা স্পিনার বিবেচনায় নিয়ে মুরালি থাকতেন সবার ওপরে। ২০১১ সালে ক্যারিয়ার শেষ করার আগে নিজেকে উইকেট শিকারির তালিকায় রেখেছেন শীর্ষে। এক যুগ পেরিয়ে গেলেও সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। ৩৫০ ম্যাচে ৫৩৪টি উইকেট নিয়েছেন মুরালি। ২৩.০৮ গড়ে উইকেট তুলতেন এই লঙ্কান।
ওয়াকার ইউনিস: সর্বকালের সেরা বোলার কিংবা পেসার খুঁজতে গেলে সবার আগে দুটি নাম আসবে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। দুজনই সেরাদের সেরা হওয়ার যোগ্যতা রেখেছে। তবে ম্যাচের মোড় ঘোরানো, গতি, সুইং, উইকেট কিংবা অ্যাভারেজের বিচারে ওয়াসিমের চেয়ে ওয়াকার এগিয়ে থাকবেন। বাকিদের মাঝেও ওয়াকারকে সেরার স্থানে বসাতে অনেকেই বাজি ধরবেন। ওয়াসিম ৩৫৬ ম্যাচে উইকেট নিয়েছেন ৫০২টি। ওয়াকার সেখানে ২৬২ ম্যাচেই পুরেছেন ৪১৬টি উইকেট। ২৩.২৮ গড়ে উইকেট তোলা ওয়াকার বসেছেন বাকিদের ছাপিয়ে সেরা হওয়ার অবস্থানে।
শন পোলক: দক্ষিণ আফ্রিকার এই তারকা নিজেকে ছাপিয়ে গিয়েছিলেন। তার সমসাময়িকদের মাঝে তাকে মানা হতো সেরাদের একজন। ২০০৮ সালে অবসর নেওয়া প্রোটিয়া এই তারকা এখনও বহু রেকর্ডে সবার ওপরে। ৩০৩ ম্যাচে পোলক নিয়েছেন ৩৯৩ উইকেট। আছেন সবচেয়ে বেশি উইকেট শিকারীদের তালিকায় সেরা ছয়ে।
অনিল কুম্বলে: ভারতের এই স্পিনারের গড় দেখেই যে কেউ সেরাদের দৌড়ে তাকে রাখবেন। ২৭১ ম্যাচে ভারতে হয়ে ৩২৭ উইকেট নিয়েছেন কুম্বলে। ভারতকে আজকের পরাশক্তিতে রূপ দিতে তার অবদান ছিল অন্যতম। কিংবদন্তি এই ভারতীয় আছেন সেরা উইকেট শিকারির তালিকায় সেরা ১১ নম্বরে।
মিচেল স্টার্ক: এখনও ক্রিকেট খেলছে, এমনদের তালিকায় স্টার্ক সবার ওপরে। তার সময়ে বাকিদের চেয়ে তিনি অনেক এগিয়ে। কখনও তাই প্রশ্ন ওঠে, অস্ট্রেলিয়ার সেরাদের মাঝে ব্রেট লি, ম্যাকগ্রা নাকি স্টার্ক কে সেরা। সেই সেরার প্রশ্নে স্টার্ক উতরে যাবে। কখনও কখনও তাকে নিয়ে আলোচনা ওঠে স্টার্কই কি তবে সর্বকালের সেরা। ২০১০ সাল থেকে ক্রিকেট খেলা স্টার্কের ঝুলিতে ১২৭ ওয়ানডেতে আছে ২৪৪ উইকেট। গড়, পরিসংখ্যান আর ম্যাচের পরিস্থিতিতে বোলিং করার দারুণ দক্ষতা নিয়ে স্টার্ক সর্বকালের সেরার দৌড়ে বেশ ভালো করেই আছেন।
সূত্র: যুগান্তর