জাপানে কার্টুনকে এনিমে বলে। তবে প্রথাগত কার্টুন থেকে তারা অনেকটা ভিন্ন। তাই কার্টুন ও এনিমে একদম আলাদাই বলা যায়। জাপানিজ কমিক বা মাঙ্গা অবলম্বনে অধিকাংশ এনিমে করা হয়। অল্পসংখ্যক এনিমেই সফলতা পায়।
এই বিশাল প্রতিযোগিতায় ইচিরো ওডার ‘ওয়ান পিস’ মাঙ্গাটি ব্যাপক জনপ্রিয়। মাঙ্গা তো বটেই, এনিমেটিরও ১০০০ ছাড়িয়ে গেছে এপিসোড সংখ্যা। লুফি এই এনিমের প্রধান চরিত্র যার প্রধান উদ্দেশ্য পাইরেটদের রাজা হওয়া। সে জন্য সে জলদস্যু দল গড়ে এবং ভ্রমণে বের হয়। কিন্তু পাইরেটদের রাজা হতে গিয়ে সে মুখোমুখি হয় অসংখ্য রহস্য ও ঘটনার।
ওয়ান পিস স্বভাবতই বিশাল একটি কাজ। ইচির ওডার বিশ বছরের পরিশ্রম। সেই এনিমের লাইভ অ্যাকশন এডাপটেশন করেছে নেটফ্লিক্স। শুরু থেকেই দর্শকরা আতঙ্কিত ছিল। এনিমের লাইভ এডাপটেশন কখনই ভালো হয়নি। সেখানে ওয়ান পিসের মতো একটি এনিমের লাইভ অ্যাকশন আর ভালো হবে কিভাবে। নেটফ্লিক্স আমেরিকান কমিক থেকে একাধিক এনিমের লাইভ অ্যাকশন ফিল্ম করলেও জাপানিজ মাঙ্গা থেকে কিছুই ভালোভাবে করতে পারেনি।
যেমন ‘কাউবয় বিবপ’ আর ‘ডেথ নোট’ করেছে। কিন্তু কেন যেন এগুলো দর্শকদের খুশি করতে পারেনি। কিন্তু ওয়ান পিসের মাধ্যমে নেটফ্লিক্স যেন সেই সমস্যা থেকে মুক্ত হলো। অ্যাকশন আর ক্যামেরা ওয়ার্কের মাধ্যমে এগিয়ে গিয়েছে সবকিছু।
সূত্র: দ্য ভার্জ