দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। এই সিরিজকে ঘিরে আগে থেকেই ছিল বাড়তি নিরাপত্তা। এর মাঝে রোববার (২১ অক্টোবর) সাকিব আল হাসানের ভক্ত ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়। যা নিরাপত্তা শঙ্কা আরও বাড়িয়ে দেয়। তবে কড়া নিরাপত্তার মধ্যেই চলছে মিরপুর টেস্ট।
সোমবার (২১ অক্টোবর) সকাল থেকেই সতর্ক অবস্থান নেয় সেনাবাহিনীর সদস্যরা। পুরো রাস্তায় যান চলাচলের পাশাপাশি মানুষের যাতায়াতও সীমাবদ্ধ করে ফেলা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড দেওয়ার পাশাপাশি হেঁটে যাওয়া মানুষকেও জিজ্ঞেসাবাদ করে।
গতকাল সাকিবকে দেশে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে অবসর গ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে লং মার্চ নিয়ে মিরপুরে আসেন সাকিবভক্তরা। এ সময় হঠাৎ তাদের ধাওয়া দেয় সাকিব বিরোধীরা। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে দুই পক্ষের মাঝে।
সূত্র: ইত্তেফাক