বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় নজরুল একাডেমির আয়োজন কবি নজরুল শিক্ষা মঞ্জিলে এই আয়োজন করা হয়।
মেহেরপুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড.গাজী রহমান এর সভাপতিত্বে এবং কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সহকারি প্রধান শিক্ষক এনামুল হকের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, অবসরপ্রাপ্ত হিসাব রক্ষক কর্মকর্তা মাহমুদুল হক, তসলিমা রহমান, মোঃ এনামুল হক, আনিসুর রহমান, নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম জয়ন্তী উপলক্ষে সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে তৌফিক আহমেদ, দ্বিতীয় স্থান অধিকার করেছেন নীলা এবং তৃতীয় স্থান অধিকার করেছে লাখী।
আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে তৌফিক আহমেদ, দ্বিতীয় স্থান অধিকার করেছে মোছাঃ অনামিকা এবং তৃতীয় স্থান অধিকার করেছে জুলফিকার রহমান।
কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন রিমি, দ্বিতীয় স্থান অধিকার করেছে সুহিনা এবং তৃতীয় স্থান অধিকার করেছে মৃত্তিকা।
এসময় কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন