অনেক সময় আপনার কম্পিউটার বা ল্যাপটপের উইন্ডোজ অপারেটিং সিস্টেম স্বাভাবিকভাবে চালু নাও হতে পারে। তখন প্রায়শই সেফ মোড চালু হয়। কিন্তু এই সেফমোড কি? সহজ ভাষায়, এটি উইন্ডোজের বিশেষ ব্যবস্থা। পিসিতে কোনো ঝামেলা হলেও অনেক সময় ন্যুনতম প্রস্তুতি হিসেবে সিস্টেম চালু করতেই হয়। আর তখন সেফ মোড আপনাকে নিস্তার দেবে।
সেফ মোডের পরে স্বাভাবিকভাবে কম্পিউটার চল হয় কিনা, তা পরীক্ষা করতে হবে। যদি দেখুন বারবারেও তা কাজ করছে না তখন বুঝতে হবে গোঁড়ায় গলদ আছেই। উইন্ডোজের কোনো অতীব জরুরি ফাইলের ক্ষতি বা হার্ডওয়্যারের সমস্যার কারণেও এমনটা হতে পারে। নতুন কোনো হার্ডওয়্যার সেটিংস পরিবর্তনের ফলে যদি উইন্ডোজ বারবার সেফ মোডে চলে যায়, তাহলে আগের সেটিংস রিভার্স করে নেওয়াই হবে সহজ সমাধান। উইন্ডোজের সেফ মোডকে ডায়াগনস্টিক মোড বলা হয়।
উইন্ডোজ চালু হওয়ার সময় F8 কি প্রেস করলে যে মেন্যু আসে; সেখান থেকে সেফ মোড চালু করা যাবে। যেহেতু এটি ডায়াগনস্টিক মোড, তাই এমন মোডে বাড়তি কোনো কিছু, যেমন– হাই কালার ডিসপ্লে, সাউন্ড, প্রিন্টার তেমন কিছুই কাজ করবে না।
সূত্র: বিবুম