করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা করতে চুয়াডাঙ্গায় রিকশা, ইজিবাইকসহ সকল প্রকার অবৈধ যানবাহন শহরে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। সোমবার রাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় চুয়াডাঙ্গা জেলায় গণ-উপদ্রব রোধকল্পে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৩৩ ধারা মোতাবেক জনস্বার্থে সকল প্রকার রিকশা, ইজিবাইকসহ সকল প্রকার অবৈধ যানবাহন শহরে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্টের মাধ্যমে এবং পুলিশ, সশস্ত্র বাহিনী ও আনসারসহ সকল প্রকার আইন প্রয়োগকারী সংস্থা আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই জেলার মধ্যে জরুরী যানবাহন ছাড়া সব ধরনের বৈধ যানবাহন চলাচলও বন্ধ করা হয়েছে।