চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসারত রোগিদের জন্য ৭৪৪ বোতল বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফহাসান রোগিদের পক্ষে পুলিশ সুপারের উপহার গ্রহণ করেন।
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের পরিদর্শক (আরআই) আহম্মদ আলী জানান, ‘পুলিশ সুপার জাহিদুল ইসলাম করোনা পরিস্থিতির শুরু থেকেই করোনা আক্রান্ত রোগি ও দরিদ্র মানুষের সহযোগিতায় কাজ করে আসছেন। তাঁর নির্দেশেই আমি সিভিল সার্জনের কাছে রোগিদের জন্য পুলিশ সুপারের উপহার পৌঁছে দিয়েছি।’
ডসভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, ‘চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা রোগিদের জন্য পুলিশ সুপারের উপহার আমাদের হাতে এসেছে। আমরা করোনা ওয়ার্ডে তা পৌঁছে দিয়েছি।’
পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘আমি প্রজাতন্ত্রের সেবক হিসেবে সবসময় চিন্তা করি কিভাবে মানুষের মঙ্গল সাধন করা যায়। সেই চিন্তা থেকেই মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস।’