প্রথম দর্শনে সিলিকনের রিস্টব্যান্ডটি অন্যান্য স্মার্ট ওয়াচের মতোই মনে হতে পারে। কিন্তু এটি মনের খবর জানাতে পারে। ‘মুডবিম’ নামের রিস্টব্যান্ড অ্যাপের সাহায্যে স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকে। এতে আছে হলুদ ও নীল রঙের দুটি বোতাম।
হলুদ বোতাম টিপে দিলে বোঝা যাবে আপনি আনন্দময় সময় কাটাচ্ছেন আর নীলটি টিপলে বোঝা যাবে আপনার মনটা আজ খারাপ।
করোনার কারণে বাসায় বসে অফিস করা কর্মীদের মনের খবর জানার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা এটি ব্যবহার করতে পারেন। অনলাইন ড্যাশবোর্ডেই একসঙ্গে সব কর্মীর মানসিক অবস্থা জানার ব্যবস্থা রয়েছে মুডবিমে।
তবে চাইলে কর্মীরা রিস্টব্যান্ডটি পরতে অস্বীকৃতিও জানাতে পারেন। যুক্তরাজ্যের একটি দাতব্য প্রতিষ্ঠান মাইন্ড ব্রেভ মুডবিম ব্যবহার করছে।
সূত্র : বিবিসি