গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের কর্মীসভার নামে নির্বাচনী সভায় আচরণ বিধি লঙ্ঘন করে স্থানীয় জাতীয় সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন নির্বাচনী বক্তব্য দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তেঁতুলবাড়ীয়া পলাশীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মী সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তেঁতুলবাড়ীয়া ইউপিতে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল মামুন কে বিজয়ী করার লক্ষ্যে জেলা ও উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এমপি আচরণ বিধি লঙ্ঘন করে বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন, মারামারি ফ্যাসাদ দাঙ্গা হাঙ্গামা লাঠিবাজি কিংবা অন্য প্রার্থীর অফিসে ঢিল ছোড়ার দরকার নেই। আমরা জনগনের ভোট নিয়েই বিজয়ী হবো। বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদা বিশ্বাসকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিস্কার করা হতে পারে। এজন্য আমরা জনগনের ভোট নিয়েই বিজয়ী হতে চাই। এজন্য ঘরে ঘরে ভোট প্রার্থনা করতে হবে।
তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা বিশ্বাস জানান, আমি নির্বাচন কমিশনারের দেয়া নির্বাচনী আচরণ বিধি মোতাবেক জানতে পেরেছি যে, স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধি বা এমপিগণ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না। অথচ গাংনীতে এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করে নির্বাচনী সভায় ব্ক্তব্য রাখছেন। তিনি আরও জানান, অভিযোগ আকারে তাৎক্ষনিক মেহেরপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেয়া হলেও কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।
তিনি মনে করেন, জেলা প্রশাসক মহোদয় মেহেরপুরে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে চাইলেও পারবেন কিনা সন্দেহ দেখা দিয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মনিরুজ্জামান ,সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুনতাছির জামান মৃদুলসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে নৌকায় ভোট প্রার্থনা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুন।
এ ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি খানমকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। তবে এর আগে একই ধরণের আচরণ বিধি লঙ্ঘনের কথা জানালে তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছিলেন। তারপরও আচরণবিধি লঙ্ঘন চলছেই।