পাপের ভারে হৃদয় পোড়ে
জগত জ্বলে হাহাকারে,
পুণ্য আমার নেইকো হাতে
পুলসিরাতের পারাপারে!
পানি বিনে হয় না ফসল
জমিন ফাটে দাবানলে,
উর্বরতার উৎস খুঁজে
কালো মেঘের বৃষ্টিজলে।
চলার পথে বিঘ্ন ঘটে
মন্দ কর্মের রোষানলে,
পাপ থেকে মন ফিরিয়ে নেবো
পুণ্য কাজের ছলেবলে।
জাতি ধর্ম নির্বিশেষে
বন্ধ করি মারামারি,
ফুলের মতো হবে জীবন
থাকবে না আর আহাজারি।
ধর্মের রথে কর্মের পথে
করবো নাকো বাড়াবাড়ি,
প্রভুর কৃপায় আসবে না আর
ধুলিরধরায় মহামারি।