চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামের কলা চাষী সোনা মিয়া ৩ বিঘা জমিতে চাপা জাতের কলা চাষ করে প্রায় ৩ লক্ষ টাকা আয়ের আশা করছেন।
উদ্যোক্তা সোনা মিয়া বলেন, আমি পড়াশোনা করেছি কিন্তু বাবার সাথে ছোট বেলা থেকেই মাঠে আসা। কৃষক পরিবারের সন্তান আমি। কৃষি কাজ দেখতে দেখতে একরকমের ভালবাসা তৈরি হয়ে গেছে । আমি আমার ৩ বিঘা জমিতে চাপা জাতের কলা চাষ করেছি, এছাড়া আমার পেয়ারা বাগান, পেঁপে বাগান, ভুট্টা ও অন্যান্য চাষ রয়েছে।
চাপা জাতের কলা চাষ করেছি এর কারণ এই জাতের কলায় রোগ বালাই খুবই কম। কারণ এর আগে আমি বগুড়ার শবরি জাতের কলা চাষ করেছিলাম কিন্তু পানামা রোগের কারণে লোকসান হয়েছিল। চাপা কলার রোগবালাই কম এবং দুই থেকে তিনবার ফল নেওয়া যায়। কারণ এই জাতের কলা গাছ রোপণ করলে এর আশেপাশে দিয়ে অটোমেটিক চারা তৈরি হয়। চাপা জাতের কলায় পরিচর্যা খরচ কম হওয়ার বিঘা প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করলেই প্রায় ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা আয় করা সম্ভব বাজার দর ভালো থাকলে।
গাছ রোপণ সম্পর্কে জানায়, এই জাতের গাছ ৪/৫ হাত দূরত্ব বজায় রেখে রোপণ করতে হবে এবং চারা রোপণের সময় জৈবসার, বরুণ এবং দানাদার বিষ গর্তে দিতে হবে। রোপণের পর মাঝে মাঝে এসে বাগানের আগাছা পরিস্কার করার পাশাপাশি সেচ দিতে হবে। একটু যত্ন নিলেই অধিক মুনাফা পাওয়া সম্ভব বলে আমি আশা করছি।