এবারের একুশে মেলায় চিকিৎসক জাহাঙ্গীর বিশ্বাসের দুটি বই প্রকাশিত হয়েছে। বই দুটির মোড়ক উন্মোচন ও সংবর্ধনাসভা অনুষ্ঠিত হয়েছে দর্শনা প্রেসক্লাবে।
রোববার বিকালে প্রেসক্লাবে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন ও সংবর্ধনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু বলেন, বই জ্ঞানের প্রতীক।
নতে হলে পড়তে হবে। যে যত বেশী বই পড়বে, সে তত বেশী জ্ঞান অর্জন করবে। অজানাকে জানতে বই পড়ার কোন বিকল্প নেই। সুশিল সমাজ গঠনে বেশী বেশী সাহিত্য চর্চা করতে হবে। সাহিত্যকে ছড়িয়ে দিতে হবে সকলের হৃদয়ে।
একটি কথা মনে রাখতে হবে কলূষমুক্ত সমাজ গঠনে সাহিত্যের ভূমিকা অপরিসীহিম। দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ নেছার উদ্দিন।
পরে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। দর্শনা সাহিত্য পরিষদের পক্ষ থেকে একুশে মেলায় প্রকাশিত অনুসন্ধানি মূলক “ইতিহাসের খোজে তিন গোয়েন্দা” ও শিশুতোষ কাব্যগ্রন্থ “বাংলার মধূমাস”র লেখক চিকিৎসক জাহাঙ্গীর আলম বিশ্বাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
স্বাগত বক্তব্য দেন সংবর্ধিত লেখ জাহাঙ্গীর বিশ্বাস। আলোচনা করেন, কেরুজ চিনিকলের এডিএম শেখ শাহাব উদ্দিন, কবি আবু সুফিয়ান, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক হারুন রাজু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন।
সাংবাদিক হানিফ মন্ডলের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, দর্শনা সাহিত্য পরিষদের সভাপতি শাহজামাল, সহসভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, কবি ডা. খালেদা খানম, মুর্শিদ, শাপলা, রানা বিশ্বাস, মিঠু বিশ্বাস প্রমুখ।।