শত দঃখ- যন্ত্রণা ভুলে
এসেছি আজ, তোমাদের মাঝে।
বলবো তত, আছে যত
বুকে ছাপা কষ্টের পাহাড়।
স্বাধীন দেশের, স্বাধীন নাগরিক
কি বলবো আর
ঘুষ ঘুষিতে মরছি মোরা
কোথায় পাবো প্রতিকার?
চাকরি-বাকরি মুখের কথা
যেন সোনার হরিণ।
মামা চাচা না থাকলে
তোমার চাকরি বিলীন।
চাইছো থাকতে একটু সুখে
তাও কি হওয়ার আছে?
মনে বাধা নানান স্বপ্ন
যাচ্ছে ভেঙে মিষে।
মেপ্র/ আরপি