মেহেরপুর জেলা সুজন ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গাংনী এরিয়া অফিসের যৌথ উদ্দ্যোগে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বানে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে গাংনী উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার বাসস্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুশানের জন্য নাগরিক (সুজন) এর মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে ও গাংনী উপজেলা সুজনের সম্পাদক এ এস এম সায়েম পল্টুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম, ষোলটাকা ইউনিয়ন সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ধানখোলা ইউনিয়ন সুজনের সভাপতি রফিকুল ইসলাম, গাংনী উপজেলা জিজিএসের সভাপতি আব্দুর রব, মটমুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক ফোরামের সম্পাদক নুরুজ্জামান, বামুন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক ফোরামের সভাপতি সাইদুর রহমান, ইয়ূথ লিডার রাকিবুল ইসলাম রকি, দি হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়কারীবৃন্দ প্রমুখ।
এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন গাংনী উপজেলা হাঙ্গার প্রজেক্ট এর সমন্বয়কারী হেলাল উদ্দিন।
পদযাত্রা শেষে গাংনী বাজার কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বাজারে অর্থ সংগ্রহকারীদের সঙ্গে একাত্ব ঘোষণা করা হয় এবং সকল শ্রেণী পেশার মানুষকে এ সংকটময় মুহূর্তে এগিয়ে আসার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক প্লাফর্মের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন বলেন, বন্যার্তদের সহযোগিতায় সকলকে এগিয়ে আসতে হবে। আজ বাঙালি জাতী এই সংকটময় মূহূর্তে ঐক্যবদ্ধ হয়েছােন। আমাদেরও এই সংকটময় মূহুর্তে ঐক্যবদ্ধতার পরিচয় দিতে হবে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে। সকলে একসাথে যেভাবে যেভাবে প্রাকৃতিক দূর্যোগ সিডর,আইলাসহ বিভিন্ন দুর্যোগময় পরিস্থিতিকে মোকাবেলা করেছি। ঠিক সেভাবেই সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগের মোকাবেলা করতে হবে। আমাদের যার যা সামর্থ্য আছে তাই নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে।