ত্রিশ রোজা শেষে দুয়ারে
কাঙ্ক্ষিত ঈদ এলো,
হৃদ মাঝারে খুশির জোয়ার
কষ্ট দূরে গেলো।
ভোরে ঈদের নামাজ পড়তে
ঈদগাহে যাবো,
মায়ের হাতের রান্না করা
সেমাই পায়েস খাবো।
প্রতি বাড়ি ঘুরবো সবাই
নতুন পোশাক পরে,
বাড়াবো অশেষ হৃদ্যতা
কোলাকুলি করে।
আপন ভেবে দীন টোকাইকে
করবো অর্থ দান,
ঈদের দিনে নেই ভেদাভেদ
হবো আমরা সমান।
ঈদের মতো এমন হর্ষ
নেই কোনো উৎসবে,
এই উৎসব প্রদান করেছেন
সুমহান রবে।