কাদার মধ্যে লুকিয়ে থাকা পুঁটি, চিংড়ি, বেলে, তেলাপিয়া আর হরেক রকম দেশী মাছ ধরায় ব্যাস্ত গ্রামের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই।এটা তাদের পেশা নয়, নেশা।তবে ঘন্টা খানেক মাছ ধরলে ৫০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত মাছ পাওয়া যায়। বাড়ির তরকারিতে মাছের প্রয়োজন মেটে এ মাছ দিয়েই।বললেন পিরোজপুর গ্রামের বৃদ্ধ রমজান আলী, শিশু মাছুম হোসেন ও চল্লিশোর্ধ ফাহিম হোসেন।আজ শুক্রবার ভৈরব নদের পিরোজপুর ঘাটের নিছ থেকে মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দুকে সাথে নিয়ে ছবিটি তুলেছেন মেহেরপুর প্রতিদিনের বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন–