কোনো কারণ ছাড়াই ভিডিও কনফারেন্স করার সফটওয়্যার জুমের প্রেসিডেন্ট গ্রেগ টুমকে বরখাস্ত করা হয়েছে। একটি নিয়ন্ত্রক সংস্থা জানায়, কোনো কারণ ছাড়া হঠাৎ টুমের চুক্তি বাতিল করে তাঁকে বরখাস্ত করা হয়।
২০২২ সালের জুনে এই দায়িত্ব নিয়েছিলেন গ্রেগ টুম। এর পর থেকে তিনি জুমের আয় ও বিক্রয় তদারক করছিলেন। গুগলের সাবেক নির্বাহী টুম দায়িত্ব পালনকালে জুমের প্রতিষ্ঠাতা এরিক ইউয়ানের কাছে সরাসরি রিপোর্ট করতেন। এদিকে জুমের এক মুখপাত্র জানিয়েছেন, প্রযুক্তি প্রতিষ্ঠানটি আপাতত গ্রেগ টুমের বিকল্প কাউকে খুঁজছে না।
প্রসঙ্গত, ২০১১ সালে এরিক ইউয়ান জুম প্রতিষ্ঠা করেন। তবে ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় এটি তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। কারণ, মহামারির সময় বাড়ি থেকে অফিস বা অন্যান্য কাজ শুরু হলে জুম যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ওই সময় কর্মীর সংখ্যা তিন গুণ বাড়িয়ে ছিল জুম।
বিবিসি জানায়, ২০২০ সালের শুরুর দিকে বিয়ে বা অন্ত্যেষ্টিক্রিয়ার মতো অনুষ্ঠানেও জুম ব্যবহার হতো। ২০২০ সালের এপ্রিলে প্রতিদিন ৩০ কোটি মানুষ জুম কলে অংশ নিত। কিন্তু মহামারি শেষ হওয়ার পর অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো জুমও কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে কর্মী ছাঁটাইয়ে হাত দেয়। যেমন গত ফেব্রুয়ারিতে ১ হাজার ৩০০ কর্মী (মোট কর্মীর ১৫ শতাংশ) ছাঁটাই করে জুম।
সূত্র: বিবিসি