মেহেরপুরের জেলা কারাগারের কারারক্ষী আব্দল আলিম বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত ২৪ জুন বুধবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন শারমিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সেই সাথে রিমান্ডের আবদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জর করেন। তবে কাগজপত্র না পৌছানোর জন্য রিমান্ড শুরু হয়নি।
মেহেরপুর জেলা কারাগারের কারারক্ষীর দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করেছেন বলে নিশ্চিত করেন জেল সুপার কামরুল হাসান। তিনি আরও বলেন, সাময়িক বরখাস্ত করাসহ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ জুন মঙ্গলবার মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬৫ পিচ ইয়াবাসহ আব্দুল আলিম বিশ্বাসকে আটক করা হয়। মেহেরপুর সদরের খন্দকার পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। পরে মেহেরপুর সদর থানায় একটি মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
গত বুধবার আসামী আব্দুল আলিমকে কোর্টে চালান করা হয়। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন শারমিন এর নির্দেশে কারাগারে পাঠানো হয়।
মেপ্র/এমএফআর