বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে বেল্ট পরীক্ষায় ঝিনাইদহের তাহমিদা আহম্মেদ আবরার এবং মিত্তাহুল জান্নাত ব্ল্যাক বেল্ট অর্জণ করেছে।
গতকাল রাতে এই ফলাফল হাতে পেয়েছে তারা। গত ২২ নভেম্বর ঢাকার শহীদ তাজউদ্দীন আহম্মেদ স্টেডিয়ামে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সারাদেশের ১৪৪জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করে। প্রশিক্ষক কাজী আলী আহম্মেদ লিকুর নেতৃত্বে ঝিনাইদহের সোতোকান কারাতে দো’র দুই জন প্রশিক্ষণার্থী এই পরীক্ষায় অংশ গ্রহন করে ব্ল্যাকবেল্ট অর্জণ করেছে। তাদের এই সফলতায় ঝিনাইদহের ক্রীড়ামোদিদের মাঝে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে এবং কারাতের সাথে জড়িত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ বিষয়ে সোতোকান কারাতে দো’র পরিচালক ও প্রশিক্ষক কাজী আলী আহম্মেদ লিকু বলেন, ১৯৮৬ সাল থেকে প্রশিক্ষণ পরিচালনা করে আসছি, জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগীতায় অংশ গ্রহন করে আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝিনাইদহের অনকে সুনাম বয়ে নিয়ে এসেছে।
তিনি আরও বলেন আমাদের এখানে কোন আধুনিক কারাতে মেট বা জিমনেশিয়াম না থাকায় আমরা অনেক পিছিয়ে পড়ছি। একটি কারাতে মেট হলে এবং সরকারী পিষ্টপোষকতা পেলে আমরা আরও ভাল করার আশারাখি।