দামুড়হুদার কার্পাসডাঙ্গায় প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সাংগঠনিক অফিস উদ্বোধন ও সুধী সমাবেশ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কার্পাসডাঙ্গা ইউপি হলরুমে জেলা কো-অডিনেটর ও ইনচার্জ মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্র।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের ই.ভি.পি ও ইনচার্জ মো. বজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো.ইনামুল করিম ইনু, নাটুদা ইউপি চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম শফি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকউর রহমান, মেহেরপুর সার্ভিসসেল অফিসের ডিভিশনাল কো-অডিনেটর ও ইনচার্জ মো.ইয়াসিন আলী, ও রিজিওনাল কো-অডিনেটর মো. জানে আলম, মুজিবনগর সাংগঠনিক অফিসের রিজিওনাল কো-অডিনেটর মো. জিয়াউর রহমান প্রমুখ।
এসময় সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন অফিসের উদ্বোধন ঘোষণা করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল লতিফ।