সারাদেশে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে কার্পাসডাঙ্গা ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে অতিদরিদ্র অসহায় মানুষদের সহায়তার লক্ষ্যে দুস্থদের জন্য ১০ কেজি হারে বিনামূল্যে খাদ্য (ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস ।
এ সময় উপস্থিত ছিলেন, কার্পাসডাঙ্গা ইউপি প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু,দুই নম্বর প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুস ছালাম,আ.রাজ্জাক, সাজিবার রহমান, মাহবুবুর রহমান,নুর মোহাম্মদ ভগু, দেলোয়ারা খাতুন, আনেহার খাতুন, ইউপি সচিব হাসানুজ্জামান, সহকারী হিসাব রক্ষক মতিউর রহমান,উদ্যোক্তা হারুনার রশীদ,ওমেদুল হক সহ সকল ইউপি সদস্য। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলো।
কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে ভিজিএফ চাল বিতরন করা হয়। আমাদের ইউনিয়নেও সুষ্ঠভাবে ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ হতে উপকার ভোগীদের ও সকল জনগণকে ঈদ শুভেচ্ছা জানান তিনি।