দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে গতকাল শনিবার বিকাল ৪ টার দিকে ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে এসময় ২০০৯ এর ৩৮ ধারায় তুষার ডিম হাউজের মালিক হাজী নজরুল ইসলামকে ১০০০ টাকা,কার্পাসডাঙ্গা কাঁচাবাজারে তাইফুর রহমান কে ৫০০ টাকা ও বগা মন্ডলকে ৫০০ টাকা বকুল হোসেন’কে ৫০০ টাকা সহ মোট ২৫০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত ।
এসময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, নাজির সাখাওয়াৎ হোসেন, রফিকুল ইসলাম সহ কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর রাসেল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন প্রতিটা ব্যবসায়ীকে মূল্যতালিকা টাঙিয়ে রেখে ব্যবসা করতে হবে এবং সরকারি নির্ধারিত মূল্যের বেশি দামে পন্য বিক্রি করলে আইনের আওতায় আনা হবে আলুর নির্ধারিত দাম ৩৬ টাকায় খুচরা বাজারে বিক্রি করতে হবে পেয়াজ ৬৫ টাকার উপরে বিক্রি করা যাবে না তিনি বলেন।
আরো ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের একটি টিম সহ আনসার বাহিনী।