কার্পাসডাঙ্গায় মুক্তিযুদ্ধ প্রজন্মের মুজিব জন্মশতবার্ষিকী পালনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কার্পাসডাঙ্গা ইউপি চত্ত্বরে মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু।
তিনি বলেন, যারা আজ বঙ্গবন্ধু শেখ মুজিবকে মানে না, যারা মুক্তিযুদ্ধকে মানে না, সময় এসেছে, তাদের চিহ্নিত করতে হবে। ওদের প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, মুজিব বর্ষ শুধু আজ বাংলাদেশেই পালন হচ্ছেনা, জাতি সংঘের ১৯৫ টি দেশে দিনটি একযোগে পালন করবে। জয়বাংলা আজ জাতীয় স্লোগান। দেশনেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নের মহাসড়কে উঠে পড়েছে। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তমসের আলী, কার্পাসডাঙ্গা ইউপি আওয়ামী লীগের সভাপতি শফিক উর রহমান, সেক্রেটারী নজির আহম্মেদ, নাটুদা ইউপি আওয়ামী লীগের সভাপতি হামিদুল ইসলাম।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম চুয়াডাঙ্গার আহবায়ক সার্জেন্ট সাইদুর রহমান সাঈদ (অব) এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাজেদুল বিশ্বাস মিঠু।
মেপ্র/ আরপি