চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশনপাড়ার ইন্দ্রজিৎ ওরফে বুদো বিশ্বাসের ছেলে নিখিল বিশ্বাসের সাথে বিবাহ হয় মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামের মিশন পাড়ার সুদাংশ দফাদারের কন্যা শিল্পীর সাথে।
বিবাহের পর তাদের কোল জুড়ে আসে একটি সন্তান।শিল্পীর দাবী বিয়ের পর থেকেই স্বামী নিখিল সহ তার পরিবারের লোকজন তাকে নানান ভাবে অত্যাচার করতে থাকে। এক সময় তাকে ডিভোর্স ও দেয়। পরবর্তীতে আবারো তাকে আপোষ মিমাংসার মাধ্যমে বিয়ে করে। তার কিছুদিন না যেতেই আবারো শিল্পীর উপর নেমে আসে অত্যাচারের খড়গ।
গত ২ মাস আগে আবার শিল্পীকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় নিখিল এমনটাই দাবী তার। শিল্পী গত পরশু শনিবার সন্ধ্যায় নিখিলের বাড়ি আসছে এমন খবর পেয়ে নিখিল ঘরে তালা মেরে বাইরে সটকে পড়ে। শিল্পী নিখিলের বাড়ি এসে ঘরে তালা মারা দেখে সারারাত বসে থাকে ঘরের বাইরের সিঁড়িতে।
গতকাল রবিবার ও সে স্ত্রীর দাবী নিয়ে নিখিলের বাড়ির উঠানেই অবস্থান করছিলো।
এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আতিকুর রহমান জুয়েলের সাথে কথা বললে জানান তিনি বিষয়টা তদন্ত করতে ঘটনাস্থলে যাচ্ছেন এবং ভুক্তভোগী মেয়েটির সাথে কথা বলবেন।
সেই সাথে তিনি আরো জানান, বিষয়টি দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যার অবগত। তিনিই বিষয়টা নিজেই দেখবেন। দামুড়হুদা থানায় উভয়পক্ষ কে নিয়ে বসে যথাযথ ব্যাবস্থা নেবেন বলেও জানান তিনি।