কার্পাসডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে তারিক (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা পশ্চিম পাড়া গ্রাম জনৈক জামাল খাবলির বাড়ির সামনে রাস্তার উপর থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তারিককে আটক পুলিশ।
পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বিপি এম-সেবা এর সার্বিক দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ দামুড়হুদা মডেল থানা ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস,আই মোঃ আতিকুর রহমান জুয়েল, এএসআই মোঃ মসলেম উদ্দিন সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত তারিক কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত আমির আলীর ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।
মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদসহ থানার সকল পুলিশ সদস্যকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীসহ সচেতন মহল।