ঝিনাইদহের কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মোবারকগঞ্জ-যশোহর রেললাইনের রঘুনাথপুর এলাকার ২৭ নম্বর ব্রীজের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে রেল পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে দুপুর পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের ধারনা মৃত নারী মানুষিক প্রতিবন্ধি হতে পারে। রাতের কোন এক সময় ট্রেনের ধাক্কায় হয়ত মারা যেতে পারে। তার মুখ ক্ষত বিক্ষত হয়ে পড়ে ছিল।
মোবারকগঞ্জ স্টেশন মাস্টার শাহজাহান আলী জানান, আমি দ্বায়িত্বে ছিলাম না, এই মাত্র যোগ দিলাম। কাজে যুক্ত হওয়ার পরই জানতে পেরেছি ঘটনাস্থল থেকে রেল পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। তবে কিভাবে মারা গেছে তা বলতে পারবো না।
যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির এস আই শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। দুপুর দেড়টার সময় এক অজ্ঞাত যুবতী ৩০-৩৫ বয়সের মেয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তে যশোর ২৫০ শয্যা হাসপাতলের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি সে মানষিক ভারসাম্যহীন, বাকি টা পরে জানা যাবে।