বুধবার সকাল দশটায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সেমিনার কক্ষে অনলাইনে জন্ম নিবন্ধন সম্পর্কিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এর জন্ম ও মৃত্যু নিবন্ধন (প্রশাসন শাখা) কর্তৃক আয়োজিত জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট আইন, বিধিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ, কার্যক্রম সম্প্রসারণ, উদ্ভাবন এবং BDRIS সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত সমন্বিত অনলাইন প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও উদ্যোক্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় কর্মশালার বক্তাগণ বাচ্চার জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করানো এবং মারা যাওয়ার পর দ্রুততম সময়ে মৃত্যু সনদ গ্রহণের তাগিদ দেন।