কালীগঞ্জ হক চিড়ার মিল এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে সবজি বাহী অবৈধ আলমসাধুর (শ্যালো চালিত যান) সাথে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা দিল বেপরোয়া ট্রাক। এতে চায়ের দোকানে থাকা তিন জন ও আলমসাধুর চালক গুরুতর আহত হয়েছেন।
আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর গুরুতর আহত তিনজনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতরা হলেন আলমসাধু চালক দয়াপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে বিপুল হোসেন (৩৫), তালসার গ্রামের সাবজাল হোসেন (৫৫), দামোদর পুর গ্রামের আঃরাজ্জাক (৫০), মধুগঞ্জ বাজার এলাকার মুশফিকুর রহমান টুটুল (৪৯)। আহতরা সকলেই কালীগঞ্জ এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, ঝিনাইদহের দিক থেকে একটি ট্রাক যশারের দিকে যাচ্ছিল। পথমধ্যে হক চিড়ামিল এলাকায় পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাচা সবজিবাহী আলমসাধু গাড়িকে ধাক্কা দিয়ে পাশের একটি চা দোকানের উপর উঠে যায়।
এ সময় দোকানে বসে থাকা টুটুল হোসেন, সাবজাল হোসেন, আব্দুর রাজ্জাক নামে তিনজন আহত হয়। এরমধ্যে আব্দুর রাজ্জাক চা দোকানী।