ঝিনাইদহের কালীগঞ্জে এক কৃষকের জোর পূর্বক পঞ্চাশ বিঘা জমির ধান কেটে নিয়েছেন প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের মাঠে।
অভিযোগে জানাগেছে, কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়ার মৃত্য আক্কাচ আলী ছেলে চাষী আক্তারুল ইসলাম যশোর- ঝিনাইদহ মহাসড়কের পাশে ৫০ বিঘা জমিতে বিনা -৭ জাতের ধানচাষ করেছিলেন । পূর্বশত্রুতার জের ধরে কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের মোস্তফা, সমীর আলী নেতৃত্বে জোর পূর্বক ধান কেটে সাবাড় করে ফেলা হয় । এ সময় ধান কাটতে বাধা প্রদান করায় তাদেরকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে । ২০১৭ ও ২০১৮ সালে কয়েক দফায় জোর পূর্বক ধানকেটে নেয় তারা।
চাষী আক্তারুল ইসলাম বলেন, কয়েক দফায় ভয়ভীতি দেখিয়ে আমার জমির ধান, আখ ক্ষেত কেটেনিয়ে গেছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মাহফুজার রহমান বলেন, আমার নিকট একটা লিখিত অভিযোগ এসেছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।