ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রামে রাতের আঁধারে বর্গাচাষী মিজানুর রহমানের ধরন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্বরা। এ সময় দুইটি পেঁপে বাগানের প্রায় ১৫টি ধরন্ত গাছ কেটে ফেলে রেখে যায় তারা।
শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ বর্গাচাষী মিজানুর রহমান সিংদহ গ্রামর মত মতিয়ার বিশ্বাসের ছেলে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযােগ দায়ের হয়েছে। খবর পেয়ে শনিবার পেঁপে ক্ষেত পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী খান লিটন, উপসহকারী কৃষি কর্মকর্তা এমদাদ হােসেন,কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ সহ প্রমুখ।
ক্ষতিগ্রস্থ বর্গাচাষী মিজানুর রহমান জানান, তিনি জমি বর্গা নিয়ে দুইটি জমিতে পেঁপের ক্ষেত করেছেন। শনিবার সকালে ক্ষেতে গিয়ে দেখতে পান ধরন্ত পেঁপে গাছ পড়ে আছে। দুইটি বাগানের প্রায় ১৫টি ধরন্ত পেঁপে গাছসহ কলা কাটা হয়েছে। এত তার প্রায় ৮ হাজার টাকার ক্ষতি হয়েছে।
১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু জানান, মহামারি করােনাকালে এমন জঘন্য কাজ মেনে নেওয়া যায় না। দ্রুতই এসব দুর্বৃত্তদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান তিনি।
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, এ বিষয় একটি অভিযােগ পেয়েছি। অবশ্যই তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।