বিষাদময় ২০২০ নিয়েছে বিদায়। এসেছে নতুন বছর ২০২১। বছরের প্রথম দিন থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া শুরু হয়েছে। সারা দেশের ন্যায় ঝিনাইদহের কালীগঞ্জে মোঃ আনোয়ারুল আজীম ও আলহাজ্ব বদর উদ্দিন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের ৫শ শিক্ষার্থীদের মাঝে ৫ দিন যাবত এই বই বিতরণ অব্যাহত থাকবে।
গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ১ শত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের দাতা সদস্য আলহাজ্ব বদর উদ্দিন, সিনিয়র সাংবাদিক সোহেল আহম্মেদ, প্রধান শিক্ষক আজমিরা চৌধুরী, দাতা সদস্য লেখক ও কলামিস্ট আলহাজ্ব এম এ কাদেরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য স্বপ্না বেগম, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। করোনা মহামারীর মাঝেও সামাজিক দূরত্ব বজায় রেখে বই বিতরণ করায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।