ঝিনাইদহের কালীগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রবিবার কালীগঞ্জ হাসপাতাল সড়কের প্রবীণ হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আনছার আলী মাস্টারের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
কালীগঞ্জ প্রবীন সংঘের সাধারণ সম্পাদক সদর উদ্দীন মিয়ার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, জেলা কমিটির যুগ্ন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী প্রমুখ।
সাধারণ সভা শেষে তিন বছর মেয়াদে নতুন কার্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পুনরায় আনসার আলী মাস্টার সভাপতি, সদর উদ্দীন মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।