ঝিনাইদহ জেলার কালীগঞ্জে গরীব ও মেধাবী নারী শিক্ষার্থীদের জন্য হিরো উইমেন স্কলারশিপ প্রদান করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন, কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার এবং বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সুনিকেতন সেমিনার কক্ষে এই স্কলারশিপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার। আরও উপস্থিত ছিলেন ফাইজুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মশিউর রহমান, শহীদ নুরআলী কলেজের সহকারী অধ্যাপক রওশন কবির, মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশন আফরোজ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, বিএনএসকেএসের সভানেত্রী মনোয়ারা খাতুন এবং ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সহ-সভাপতি শেখ সাদি ও সম্পাদক তানভীর হোসেন মুন্না।
এই স্কলারশিপের আওতায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ জন নারী শিক্ষার্থীকে মাসিক ৪০০ টাকা করে তিন মাসের জন্য মোট ১,২০০ টাকা এবং কলেজ পর্যায়ের ২২ জন নারী শিক্ষার্থীকে মাসিক ৫০০ টাকা করে তিন মাসের জন্য মোট ১,৫০০ টাকা প্রদান করা হয়।