ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের বুজরুক মুন্দিয়া, হাজিপুর মুন্দিয়া ও আগমুন্দিয়া গ্রামের মধ্যকার প্রায় আড়াই কিলোমিটার গ্রামীণ সংযোগ সড়কের বেহাল অবস্থা। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার বিভিন্ন স্থানে ইট ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে রাস্তার পার্শ্ববর্তী পুকুরের সাথে মিশে গেছে।
এমন অবস্থায় এই রাস্তা দিয়ে চলাচল কারী তিনটি গ্রামের প্রায় ৫ হাজার মানুষের চলাচলে অসুবিধা তৈরী হয়েছে।
রাস্তায় চলাচলকারীরা জানান, রাস্তা তৈরির পর আর কখনো সংস্কার করা হয়নি এটি, চেয়ারম্যানরা বারবার আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো কাজ করেনি। গ্রামের মানুষ নিজেদের টাকায় ইট ফেলে রাস্তাটি কোনো রকমে চলাচলের যোগ্য করে রেখেছে। বর্ষা হলে বিভিন্ন জায়গায় কাদা পানি জমে চলাচল করা দুষ্কর হয়ে যায়, কাদায় পিছলে সাইকেল, মোটরসাইকেল আরোহীরা দূর্ঘটনায় পড়ছে।
রাস্তার মেরামত কাজ বা নতুন করে রাস্তা তৈরির বিষয়ে জানতে ৭নং রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপুর সাথে মুঠোফোনে বাবরবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।