ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের সবজি ক্ষেত নষ্টকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ও ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন হয়েছে।
গত দুইমাসে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের ধরন্ত ও পাকা সবজির ক্ষেত নষ্ট করে দিচ্ছে দুর্বৃত্তরা। প্রায় ২০ জনের অধিক কৃষকের মরিচ, বেগুন, লাউ, কলাসহ বিভিন্ন ধরনের সবজির আবাদ নষ্ট হয়েছে।
এতে করে কৃষকের আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। সবজির ক্ষেত নষ্ট করা নিয়ে কালীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এবং মহল্লা ভিত্তিক পাহারার জন্য পরামর্শ দেওয়া হয়।
সোমবারের এই মানববন্ধনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মো: আবুল কালাম আজাদ, প্রত্যাশা ফোরামের সভাপতি মো: নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক বশির আহমেদ চন্দন, কালীগঞ্জ কাচামাল হাটের নেতৃবৃন্দ সহ প্রত্যাশা ফোরামের সদস্যগণ ও চাষীরা। এই মানববন্ধনের আয়োজন করে “প্রত্যাশা ২০২১ ফোরাম।