ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু’র নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল করেছে জেলা ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার সকালে সাবেক সভাপতি আব্দুল মান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতিমূলক সভায় যোগদানের সময় তারা এই বিক্ষোভ মিছিল করে।
আগামী ১৩ জুলাই সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল মান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন ও জেলা আওয়ামী লীগের সাধরাণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবীতে প্রস্তুতিমূলক সভা কালীগঞ্জের কোটচাঁদপুর রোডস্থ আওয়ামী লীগের (একাংশের) দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিম আরা মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমু্িক্তযোদ্ধা ইসরাইল হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান তপু, আশরাফুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রশিদ খোকন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি সাহেদ কবির লিমন, সাধারণ সম্পাদক কাজী রিপন, শ্রমিক লীগ নেতা মুসফিকুর রহমান ডাবলু, আব্দুর রাজ্জাক, ১নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিচুর রহমান, ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজির হোসেন, ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আত্তাপ উদ্দিন, ৭নং রায়গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহরুল ইসলাম, ১১ নং রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমু্িক্তযোদ্ধা আলতাব হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন উপস্থিত ছিলেস। সভায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতাকর্মীরা সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবি করেণ।
উল্লেখ্য, গত ১৩মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকান্ডের পর কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আনারের হত্যাকারীদের সুষ্ঠু বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আসছে। তবে এই হত্যাকান্ডের ইস্যুতে গ্রেফতারকৃত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু নিঃশর্ত মক্তির দাবি নিয়ে বৃহস্পতিবারই প্রথম প্রকাশ্যে ব্যানার নিয়ে রাজপথে নামলেন কালীগঞ্জের উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।