মেহরেপুরের গাংনী উপজেলার ভারত সীমান্তবর্তি কাথুলি প্রামের পাশেই মাঠের মধ্যে হাজার বছরের ঐতিহ্য এই প্রাচীন মঠটি। এখানে এখন আর আর পূজা-প্রার্থনা হয় না। প্রাচীন এই মঠটিতে এখনো পুরাতন মনকাড়া পোড়ামাটির নকশা খচিত কারুকার্য নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সংস্কারের অভাবে দিন দিন বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন এই মন্দিরটি।
দৃষ্টিনন্দন এ মন্দীরটি দেখতে হলে মেহেরপুর জেলা শহরের কাথুলি মোড় থেকে মাত্র ১০ কিলোমিটার উত্তরে সড়ক পথে ইজিবাইক, লেগুনা ও ভ্যান যোগে পৌছানো সম্ভব। সাথে বোনাস থাকবে ভারতীয় সীমান্তের কাটাতারের বেড়া।
ছবি ও ক্যাপশন জুলফিকার আলী কানন