কুষ্টিয়ার কুমারখালীতে ইটভাটার বৈধ ছাড়পত্র না থাকায় এবং কাঠ পোড়ানোর দায়ে তিন ভাটা মালিককে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া ও সাঁওতা এলাকায় আদালত পরিচালনা করা হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক হাবিবুল বাসার, থানার পুলিশ ও ইউএনও কার্যালয়ের স্টাফরা উপস্থিত ছিলেন।
আদালত সুত্রে জানা গেছে, উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার গড়াই ব্রিকস ও সাঁওতা এলাকার সাহেব টু ব্রিকস দীর্ঘদিন ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে ভাটা পরিচালনার বৈধ কাগজপত্রাদি না থাকায় লএক লক্ষ করে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
আরও জানা গেছে, চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া খালেক ব্রিকসে কাঠ পোড়ানোর অপরাধে আরো এক লক্ষ টাকা করে আদালত।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম বলেন, বৈধ ছাড়পত্র না থাকা এবং কাঠ পোড়ানোর দায়ে তিন ভাটা মালিককে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশোধনের কঠোর সতর্ক করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।