কুষ্টিয়ার কুমারখালীতে পাটের জাগ সরাতে গিয়ে পানির তীব্র স্রোতে জাগের নিচে চাপা পড়ে কিতাব উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বাগুলাট ইউনিয়নের নিতাইলপাড়া ক্যানালে এই ঘটনা ঘটে। স্থানীয়রা দীর্ঘ ৩ ঘন্টা খোঁজাখুঁজির পর বিকেলে তার মরদেহ উদ্ধার করে। নিহত কৃষক কিতাব উদ্দিন বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের মৃত খোদাবক্সের ছেলে।
এলাকাবাসী জানান, গত শুক্রবার রাতে প্রচুর বৃষ্টিপাতের কারণে জাগ দেয়া পাটের বাঁধন খুলে গিয়ে ছত্রভঙ্গ হয়ে গেলে সকালের দিকে কিতাব উদ্দিন তার এক ভাতিজাকে সাথে নিয়ে ক্যানালের পানিতে জাগ দেয়া পাট একত্রিত করার চেষ্টা করেন।
এসময় ক্যানালের পানির তীব্র স্রোতে তিনি পাটের নীচে চলে গিয়ে আর বের হতে না পারলে স্থানীয়রা সকাল থেকে তাকে অনেক খোঁজাখুঁজির পর বিকেলের দিকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, পাটের জাগ সরাতে গিয়ে পানিতে তলিয়ে বৃদ্ধ কৃষক মারা গেছেন। লাশ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।