সারাদেশের সাথে কুষ্টিয়ায় এইচপিভি ভাইরাসের ক্যান্সার প্রতিরোধক “সারভারিক্স” টিকা’র উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের আয়োজনে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এ টিকার উদ্বোধন করা হয়।
কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আকতার জাহানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল, সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাদিরা খানম প্রমুখ।
সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন বলেন, সারা দেশে এইচপিভি টিকাদান কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশে নারীদের ক্যানসার জনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যানসার দ্বিতীয় সর্বোচ্চ। এইচপিভি টিকা জরায়ু ক্যানসার প্রতিরোধ করে। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর।
উল্লেখ্য, জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে ১০- ১৪ বছর বয়সী কিশোরী অথবা ৫ম থেকে নবম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রীদের এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।