কুষ্টিয়ার দৌলতপুরে ৪৭ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ মো: শিমুল (৩৬) ও মো: সামিরুল ইসলাম (৩৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার সকালে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এস,এম আরিফুর রহমান এর নির্দেশে মশাউড়া মন্ডলপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।আটককৃত মোঃ শিমুল দৌলতপুর উপজেলার মশাউড়া
এলাকার আজিমুদ্দিনের স্ত্রী ও মোঃ সামিরুল ইসলাম একই উপজেলার গরুড়া এলাকার মৃত রেজাউল সরদারের ছেলে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এস,এম আরিফুর রহমান জানান, মাদক ব্যবসায়ীদের মধ্যে কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে এসআই মোঃ আব্দুল জব্বার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মশাউড়া মন্ডলপাড়া এলাকায় অভিযান চালান। এসময় তাদের দুজনকে ফেনসিডিল সহ আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়ের করা হয়েছে।