কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় আলাল উদ্দিন (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
গতকাল শনিবার বিকেলের দিকে উপজেলার ভাগজোত কাষ্টম মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শহিদুল ইসরাম নামের যুবক আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
নিহত আলাল উদ্দিন উপজেলার মহিষকুন্ডি ডাকপাড়া এলাকার দুলালের ছেলে এবং আহত শহিদুল ইসলাম ভাগজোত কাষ্টম মোড় এলাকার সাহেব আলীর ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, আলাল মোটরসাইকেলের পেছনে বসিয়ে শহিদকে নিয়ে দ্রুত গতিতে মুন্সিগঞ্জ সীমান্ত থেকে মহিষকুন্ডি যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বাড়ির প্রাচীরে ধাক্কা খায়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক আলাল ঘটনাস্থলেই নিহত হয় এবং গুরুতর আহত শহিদকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
মেপ্র/আরপি