কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মোহন আলী (৩৫)।
পুলিশের দাবি, নিহত মোহন আলী ১৪ মামলার আসামি। তিনি পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের তৌহিদুল ইসলাম হাদুর ছেলে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-পাবনা মহাসড়কের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ শাহজালাল জানান, সোমবার রাতে ভেড়ামারা-পাবনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হন। এ সময় তার নাম-পরিচয় জানা না গেলেও ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পরে খোঁজ নিয়ে জানা যায়, নিহত ব্যক্তি দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের তৌহিদুল ইসলাম হাদুর ছেলে মোহন আলী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নানা অভিযোগে ১৪টি মামলা রয়েছে।