কুষ্টিয়ার মিরপুরে পুলিশ অভিযান চালিয়ে ২শ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ সজিব জোয়ার্দ্দার(২৪) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে।
গত সোমবার দিবাগত রাতে মিরপুর থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর উপজেলার ফকিরাবাদ এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি প্যাকেটে ২শ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত সজিব জোয়ার্দ্দার মিরপুর উপজেলার ফকিরাবাদ এলাকার মোঃ মুকুল জোয়ার্দ্দার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরাবাদ এলাকার সজিব জোয়ার্দ্দার এর বসত ঘরে থেকে ২০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ সজিব জোয়ার্দ্দারকে আটক করা হয়।
এছাড়াও মিরপুর উপজেলার কালিতলা-পোড়াদহ সড়কের ছাতিয়ান মাঠের সামনে পাকা রাস্তা সংলগ্ন বটগাছের নিচ থেকে পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ বাপ্পারাজ হোসেন(২৪),দক্ষিন কাটদহ এলাকার মৃতঃ আফসার আলী মন্ডলের ছেলে রাজা আলী(৩০), চিথলিয়া এলাকার মৃতঃ ফজল মিস্ত্রির ছেলে মোঃ সোহেল রানা(৩৭) একই এলাকার মৃতঃ খলিলুর রহমানের ছেলে তোফাজ্জেল হোসেন(৪০) কে মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার অপরাধে তাদের আটক করে। এসময় ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মোঃ আজমল হোসেন জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।