কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় মুলাম সর্দাার (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়ীয়া রানাখড়িয়া জ্যোতি ফিলিং স্টেশনের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।
নিহত মুলাম সর্দার মিরপুর উপজেলার তালবাড়ীয়া হাইস্কুল এলাকার বাসিন্দা এবং সে তালবাড়ীয়া বালির ঘাটের বালি ব্যবসায়ী ছিলেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, তালবাড়ীয়া বালির ঘাট থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মুলাম সর্দার। জ্যোতি ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষে হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।