কুষ্টিয়ায় করোনায় সাময়িকভাবে কর্মহীন অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে এসএসসি ব্যাচ ২০১৮’র বন্ধু মহল।
গত সোমবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত রিক্সা, অটো, সাইকেল এবং মোটরসাইকেলের মাধ্যমে তারা কুষ্টিয়া শহররের ঈদগাহপাড়া, থানাপাড়া, মোল্লাতেঘরিয়া, মঙ্গলবাড়িয়া, কাস্টমস মোড়, হরিশংকরপুর, আড়ুয়াপাড়া, কয়ার বানিয়াপাড়া সহ আরো বিভিন্ন এলাকার প্রায় শতাধিক পরিবারের কর্মহীন মানুষের বাড়িতে এসব খাদ্য সামগ্রী নিজ উদ্যোগে পৌঁছে দেয় এসএসসি ব্যাচ ২০১৮’র বন্ধুরা।
তাদের এই সহয়তার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবন সাবান সহ নিত্য প্রয়োজীয় পণ্য সামগ্রী।
এসএসসি ব্যাচ ২০১৮’র বন্ধু মহলের মধ্যে তাদের নিজেদের জমানো টাকা উঠিয়ে এই ত্রাণ সয়াহতা প্রদান করে বলে তারা জানিয়েছেন।
এছাড়া ও এসএসসি ব্যাচ ২০১৮’র শিক্ষার্থীদের উদ্যোগে এই সহায়তা অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আরো বেশি মানুষের পাশে দাঁড়াবে বলেও তারা জানিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, এসএসসি ব্যাচ ২০১৮’র বন্ধু মহলের সামিউল রহমান, মারূফ আহমেদ, সেজান আহমেদ, রফিকুল রবিন, আরাফাত, সিহাব, গোলাম হাসিব প্রমুখ।