কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মোহাম্মদ বিল্লাল হোসেন (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন ২৫ জন।
সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ বিল্লাল হোসেন কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা গ্রামের মো. মোফাজ্জলের ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পান্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজারে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধ নিয়ে দু’দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। সংঘর্ষে বিল্লাল নামে একজন নিহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ৬ পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে বলেও জানান তিনি।