কুষ্টিয়ায় ইউপি সচিব ও উদ্যোক্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তারসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সকল ইউনিয়ন পরিষদের সচিব ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন।
পরে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন ডিজিটাল সেন্টার আয়ের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ায়, কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) উপপরিচালক আরিফুজ্জামান প্রথম পুরস্কার তুলে দেন উদ্যোক্তা কামরুজ্জামান এর হাতে।