ওয়ান ব্যাংকের উদ্যোগে ব্যাংকের বিশেষ করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় কুষ্টিয়ায় করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (১৮জুলাই) কুষ্টিয়ার মিরপুর উপজেলার হাজরাহাটি এলাকায় ওয়ান ব্যাংকের উদ্যোগে ও সেতু সংস্থার আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের খুলনা জোনের হেড অব ও ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ আব্দুল মান্নাফ।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুরাদ হোসেন, ওয়ান ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মো. বাশারুল ইসলাম, সেতু এনজিওর পরিচালক মোঃ মফিজুল ইসলাম, সমন্বয়কারী মোছাঃ নাজমুন্নাহার, ফিনান্স ম্যানেজার শাহানাজ পারভীন, আইসিটি ব্যবস্থাপক সঞ্জয় বিশ্বাস, পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম, সেতু’র সাবেক সভাপতি ও সাধারণ পরিষদের সদস্য মোঃ ওমর আলী, সেতু’র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জনিরুল ইসলাম, হাজরাহাটী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম সহ সাধারণ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ
সেতু এনজিওর পরিচালক মোঃ মফিজুল ইসলাম জানান, করোনা মহামারিতে কুষ্টিয়া জেলায় মোট ৩০৮ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, লবন, পেয়াঁজ, ১০০ গ্রাম মরিচের গুড়া ও ১টি সাবানসহ প্যাকেজ দেওয়া হয়েছে।