কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ডেডিকেডেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১ হাজার ৮৫ জনের নমুনা পরীক্ষা করে আরো ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৭ জন কোভিড-১৯ করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
তিনি আরও বলেন, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে ২শ বেডে বর্তমানে ভর্তি আছে ১৯১ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৫৮ জন। বাকীদের উপসর্গ আছে। ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।
হাসপাতাল সুত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত করোনায় মোট ৬৫৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১ হাজার ৮৫ জনের নমুনা পরীক্ষা করে আরো ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে ২৬.৯১ শতাংশ হয়েছে। এ সময় আরও ২৪৬ জন সুস্থ হয়েছেন।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১২শ ৪০ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ১৬ হাজার ৫৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৭৪ জন।